উত্তরদিনাজপুর

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের বিধায়কের সম্বর্ধনা

প্রতিবারের ন্যায় এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫ জন কৃতি ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। শনিবার দুপুরে বিধায়ক মোহিত সেনগুপ্ত তার দলীয় কর্মীদের সাথে নিয়ে রায়গঞ্জের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫ জন কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে সম্বর্ধনা দেন। ফুলের তোড়া তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টি মুখ করান। শনিবার রায়গঞ্জের ৫ জন কৃতি ছাত্র-ছাত্রীরা সম্বর্ধনা পেয়ে খুশি। এবারে উচ্চ মাধ্যমিকে ইসলামপুরের ছাত্র সায়ন কুমার দাস রাজ্যে চতুর্থ হয়েছে, অপরদিকে রায়গঞ্জের রুপম পাল দশম স্থান অধিকার করেছে তাদের পুরস্কৃত করা হবে বলে জানা যায়।

এই বিষয়ে বিধায়ক মোহিত সেনগুপ্ত জানান, আগামী ২৩ - ২৪ তারিখ নাগাদ উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রায়গঞ্জের এই অনুষ্টানের মধ্য দিয়ে তাদের সম্বর্ধনা এবং পুরস্কৃত করা হবে। যাতে তারা আগামী দিনে জেলার মুখ উজ্জ্বল করতে পারে।